দুর্ঘটনায় নিহত সমবায় কর্মকর্তার পরিবারের পাশে অধিদপ্তরের মহাপরিচালক

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত সমবায় কর্মকর্তা মো. ইউনুস শেখের বাড়িতে সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুন অর রশিদ বিশ্বাস। মঙ্গলবার বিকেলে
ছবি: প্রথম আলো

সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. ইউনুস শেখের (৪১) পরিবারকে সান্ত্বনা দিতে মঙ্গলবার বিকেলে বরিশালে আসেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুন অর রশিদ বিশ্বাস। বিকেলে নগরের ইসলামপাড়ায় নিহত ইউনুস শেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি তাঁদের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

নিহত সমবায় কর্মকর্তা ইউনুস শেখ চার সন্তানের জনক। এর মধ্যে সবার ছোট সন্তানের বয়স মাত্র সাত দিন। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবারটি চরম দুর্দশায় পড়েছে।

সমবায় অধিদপ্তরের মহাপরিচালক নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় আমরা একজন ভালো কর্মীকে হারিয়েছি। এখানে এসে তাঁর সন্তানদের দেখে আমি বাক্‌রুদ্ধ। ছোট ছোট চার সন্তান রেখে মারা গেছেন ইউনুস। সর্বকনিষ্ঠ সন্তানের বয়স মাত্র সাত দিন।’

ইউনুসের পরিবারকে আশ্বস্ত করে মো. হারুন অর রশিদ বলেন, প্রধানমন্ত্রী অসহায়দের দ্ব্যর্থহীনভাবে সহায়তার নির্দেশনা দিয়েছেন তাঁদের। তা ছাড়া তিনি সমবায় কার্যালয়ে কর্মরত ছিলেন। সমবায় অধিদপ্তরের সব সহায়তা নিয়ে পরিবারটির পাশে থাকবেন তাঁরা।

আরও পড়ুন

২২ জুন সকালে বাবুগঞ্জের পাংশা এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় সমবায় কর্মকর্তা ইউনুস শেখ ঘটনাস্থলে নিহত হন। পরিস্থিতি বেগতিক দেখে কাভার্ড ভ্যানটি রাস্তায় ফেলে পালিয়ে যান চালক।

নিহত ইউনুসের ভাই আমির হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁদের কোনো ধরনের সহায়তা করছে না। এই ঘটনায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলা আদালতে পাঠিয়েছে। কিন্তু তারা আসামি ধরার কোনো উদ্যোগ নেয়নি। এমনকি জব্দ করা গাড়িটিও ছেড়ে দিয়েছে। তিনি বলেন, আজ সমবায় অধিদপ্তরের মহাপরিচালক এসেছিলেন। তিনি সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।