দুর্গাপুরে নিখোঁজর একদিন পর তরুণের লাশ উদ্ধার

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজের এক দিন পর এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাশে নেতাই নদ থেকে ডুবুরিরা লাশটি উদ্ধার করেন। ওই তরুণের নাম হাসেম মিয়া (২৫)। তিনি শ্রীপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, হাসেম মিয়া গতকাল শনিবার বেলা ১১টার দিকে গ্রামের পাশে নেতাই নদের ধারে কোমরপানিতে নেমে পাট শাক তুলছিলেন। ফেরার পথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে তিনি নিখোঁজ হন। বিষয়টি দেখে স্থানীয় এক কিশোর তাঁর পরিবারের লোকজনকে জানায়।

এরপর পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন নদে নেমে উদ্ধার তৎপরতা চালান। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা ব্যর্থ হয়ে ময়মনসিংহের ডুবুরিদের খবর দেন। পরে ওই ডুবুরি দল আজ দুপুর ১২টার দিকে হাসেম মিয়ার লাশ উদ্ধার করে।

দুর্গাপুর ফায়ার স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহের ডুবুরি দল প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তরুণের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।