দুপচাঁচিয়ায় করোনায় কৃষকের মৃত্যু

১১ আগস্ট ওই ব্যক্তি করোনা পজিটিভ হন। ১৩ আগস্ট তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইসলামী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়েছে।

করোনাভাইরাস
ছবি: রয়টার্স

বগুড়ার দুপচাঁচিয়ায় করোনাভাইরাসের সংক্রমণে এক কৃষকের (৬৫) মৃত্যু হয়েছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম করোনায় এক রোগীর মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ১১ আগস্ট ওই ব্যক্তি করোনা পজিটিভ হন। ১৩ আগস্ট তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইসলামী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়েছে।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, সোমবার পর্যন্ত জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ২৯০ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৭ জনের।