দুই পক্ষের সংঘর্ষে মারধর, অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ

প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘরে হামলার সময় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের কারণে গর্ভপাতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ব্যাপারে বোয়ালমারী থানায় মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী মো. ওহিদ মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পরমেশ্বরদী গ্রামে জমিজমা নিয়ে গত ২৭ নভেম্বর সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঘরবাড়িতে হামলার সময় চার মাসের অন্তঃসত্ত্বা শিউলি বেগমকে (৩০) মারধর করা হয়। ওই দিন শিউলি বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন জানা যায় শিউলির গর্ভপাত হয়ে গেছে। ওই গৃহবধূ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদুর রহমান বলেন, গত ২৭ নভেম্বর পরমেশ্বরদী গ্রামের শিউলি বেগম নামের এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। পরদিন সকলে প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায় গৃহবধূর গর্ভপাত হয়ে সন্তান নষ্ট হয়ে গেছে। বর্তমানে ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মো. ওহিদ মিয়া (৩৮) বাদী হয়ে রোববার রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন পরমেশ্বরদী গ্রামের রনি কাজী (২৭), মনেচ মৃধা (২৬), মাহফুজ কাজী (২৩), আইয়ুব খন্দকার (৪২), মো. সরোয়ার খান (৪৪)।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বিশ্বাস বলেন, গৃহবধূকে মারধর ও গর্ভপাতের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।