দীঘিনালায় আটকের পর ইউপিডিএফ নেতার মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত খীসা) পক্ষের উপজেলা সংগঠক মিলন চাকমার মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধরা বাসে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। মঙ্গলবার সন্ধ্যায় পুকুরঘাট এলাকায়
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ, প্রসীত খীসা) এক নেতা মারা গেছেন। ওই ব্যক্তির নাম মিলন চাকমা (৪৭)। জাতীয় পরিচয়পত্রে নাম নবায়ন চাকমা।

মঙ্গলবার সকালে উপজেলার বাঁশঢালা এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে। এ সময় তিনি অসুস্থ বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মিলন চাকমা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেয়াংঘাট এলাকার আনন্দ চাকমার ছেলে ও ইউপিডিএফের উপজেলা সংগঠকের দায়িত্বে ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মিলন চাকমা চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫৫ মিনিটে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যা

এদিকে সন্ধ্যায় দীঘিনালা-বাবুছড়া সড়কের পুকুরঘাট নামের এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা ঢাকাগামী শান্তি পরিবহনের একটি নৈশকোচ ও মালামাল পরিবহের একটি ট্রাক্টর পুড়িয়ে দেয়।

ইউপিডিএফ (প্রসীত খীসা) প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নিরন চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, অমানুষিক নির্যাতনেই মিলন চাকমার মৃত্যু হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলন চাকমাকে আটক করে নিয়ে আসার সময় তিনি অসুস্থ বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে নিয়ে আসা হয়। পরে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁকে আটকের সময় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, চারটি গুলি, তিনটি ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

ঘটনার প্রতিবাদে বিকেলে আমতলী এলাকায় মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। সন্ধ্যায় দীঘিনালা-বাবুছড়া সড়কের পুকুরঘাট নামের এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা ঢাকাগামী শান্তি পরিবহনের একটি নৈশকোচ ও মালামাল পরিবহের একটি ট্রাক্টর পুড়িয়ে দেয়।

খাগড়াছড়ির বাসমালিক সমিতির লাইনম্যান মিন্টু চৌধুরী প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বাবুছড়া বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি নৈশকোচ পুকুরঘাট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা পুড়িয়ে দেয়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম পেয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, মিলন চাকমার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় তিনটি মামলা ও পরোয়ানা ছিল।