দিনাজপুরের মেয়র হিসেবে হ্যাটট্রিক করলেন বিএনপির জাহাঙ্গীর আলম
টানা তৃতীয়বারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচনে জয় লাভ করে হ্যাটট্রিক করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। ৪৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. রাশেদ পারভেজ নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ২২৬ ভোট।
আজ শনিবার ভোট গ্রহণ শেষে জেলা শিশু একাডেমি মিলনায়তন থেকে জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন। অন্যান্য প্রার্থীর মধ্যে লাঙ্গল প্রতীকে আহমেদ শফি রুবেল পেয়েছেন ৩ হাজার ৪৫৮ ভোট, হাতপাখা প্রতীকে হাবিবুর রহমান রানা পেয়েছেন ৫৭৩ ভোট এবং কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মেহেরুল ইসলাম পেয়েছেন ৪৭২ ভোট।
সৈয়দ জাহাঙ্গীর আলম ২০১১ সালে প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবারে নির্বাচিত হওয়ার পর টানা তৃতীয়বারের মতো জয়লাভ করলেন তিনি।
এই পৌরসভায় মোট ভোটার ১ লাখ ৩০ হাজার ৮০৩ জন। মোট ভোট পড়েছে ৭৩ হাজার ৬৯৫, শতকরা হিসেবে যা মোট ভোটের ৫৬ শতাংশ।
নবনির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবারে নির্বাচিত হওয়ার পর টানা তৃতীয়বারের মতো জয়লাভ করলেন তিনি।