দিনাজপুরে মুক্ত আসরের ‘ঈদ উপহার’
'সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিসমিস পায়া ভালো নাগেছে এক বছর পর বাড়িত সেমাই আন্ধিম। ঈদ ভালোই কাটিবে।' ষাটোর্ধ্ব আপশুনা কুলসুম মুক্ত আসরের ঈদ উপহার পেয়ে বলছিলেন কথাগুলো।
গত সোমবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামের পীরগঞ্জ মাদরাসা মাঠে এ ঈদ উপহার বিতরণ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন ‘মুক্ত আসর’। ৯০ জনের বেশি দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, মুড়ি, কিসমিস, বাদাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নম্বর অমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমাজসেবক হেলালউদ্দিন সরকার, আইনজীবী আনোয়ার হোসেন রুবেল, বেসরকারী ব্যাংকের কর্মকর্তা মির্জা গেলাম হাফিজ, মুক্ত আসরের পরামর্শক রাশেদুল আলম রাসেল, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
উপহার নিতে আসা আজিম উদ্দীন বলেন, ‘সেমাই, চিনি, দুধ, মুড়ি উপহার পেয়ে আমরা খুশি।’ এসব উপহার পেয়ে ঈদের দিনের দুশ্চিন্তা দূর হলো বলে জানান মনসুর আলী।
মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ জানান, ‘ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবছর আমরা বিভিন্ন জেলায় “ঈদ উপহার” দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় এবার কুড়িগ্রাম ও দিনাজপুরে ঈদ উপহার দেওয়া হয়েছে।