দিনাজপুরে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল, আটক ৩

আটক
প্রতীকী ছবি

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার খবরের জেরে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর দিনাজপুর সদর উপজেলার বটতলী বড়ইল জামে মসজিদের মুসল্লিরা দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে মিছিল বের করেন। পরে নাশকতা এড়াতে মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুমার নামাজের পর বটতলী এলাকায় মহাসড়কে আসেন বড়ইল জামে মসজিদের মুসল্লিরা। সেখানে আশপাশের কয়েকটি মসজিদের মুসল্লিরাও সমেবত হন। বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা শহরের দিকে আসতে থাকেন। এ সময় মিছিলে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীরা বাধা অতিক্রম করে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। পরে সেখান থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিক্ষোভকারীদের মধ্য থেকে তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমে তাঁদের বুঝিয়ে বলা হয়েছে। তাঁরা কথা শুনছিলেন না। পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে নাশকতা এড়াতে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। তিনি আরও বলেন, জেলার শান্তিশৃঙ্খলা ঠিক রাখা ও নিরাপত্তার স্বার্থে, বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিনাজপুর ইমাম ওলামা মাশায়েখ সমিতির সভাপতি মতিউর রহমান কাসেমী বলেন, কুমিল্লার ঘটনাটি ন্যক্কারজনক ও নিন্দনীয়। বিষয়টি নিয়ে সঠিক তদন্ত হওয়া উচিত। যাঁরা ওই ঘটনাকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ, ইসলাম কখনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা সমর্থন করে না। আজকের এ কর্মসূচি কে দিয়েছেন, কারা অংশগ্রহণ করেছেন, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।