২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ত্রাণ অপ্রতুল, তাই বিক্ষোভ

ত্রাণের জন্য বিক্ষোভ করেছেন সিলেট সদর উপজেলার টুকেবাজার ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার কর্মহীন মানুষেরা। আজ রোববার সকালে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে ঘণ্টাখানেক তাঁরা বিক্ষোভ করেন। 

কর্মহীন ওই মানুষগুলোর অভিযোগ, ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ দেওয়া হয়েছে, তা অপ্রতুল। লকডাউন অবস্থায় তাঁরা ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারছেন না। কেউ কেউ বাইরে গিয়েও কাজ পাচ্ছেন না। এ পরিস্থিতিতে সরকারি সহায়তা ছাড়া আর কোনো উপায় নেই।

ইউপি চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, ‘সরকারি যে ত্রাণ সহায়তা পাওয়া গেছে, তাতে নির্দেশনা রয়েছে প্রতিটি ওয়ার্ডে দুই থেকে আড়াই শ পরিবারকে দেওয়ার। যে এলাকায় বিক্ষোভ হয়েছে সেই ওয়ার্ডে ত্রাণ পাওয়ার যোগ্য প্রায় দুই থেকে তিন হাজার মানুষ। এ অবস্থায় আমি অসহায়।’