তেঁতুলিয়ায় ধরা পড়ল সাড়ে ৬ ফুট লম্বা অজগর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদ্ধার হওয়ার অজগরটিকে একটি বালতিতে রাখছেন বন বিভাগের কর্মীরাছবি: সংগৃহীত

সাপটি বাঁশঝাড়ে উঠেছিল; একটি বাঁশের সঙ্গে পেঁচিয়ে ঝুলে ছিল। দেখতে পেয়ে স্থানীয় লোকজন সাপটিকে সেখান থেকে নামানোর চেষ্টা শুরু করে। একপর্যায়ে সাপটি বাঁশঝাড়ের নিচে ডোবার পানিতে পড়ে যায়। পরে ডোবার পানি সেচে সাপটিকে জাল দিয়ে ধরা হয়। পরে জানা যায়, সেটি একটি অজগর।

গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে তেঁতুলিয়া বনবিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। অজগরটি সাড়ে ছয় ফুট লম্বা এবং ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুল হক জানান, ‘গতকাল সকালে সাপটি বাঁশঝাড়ে ঝুলতে দেখে কৌতূহলী লোকজন সেটিকে মাটিতে নামানোর চেষ্টা করেন। সাপটি বাঁশঝাড়ের নিচে ডোবার পানিতে পড়ে যায়। পানি বেশি থাকায় লোকজন সাপটিকে ধরতে পারছিলেন না। পরে তাঁরা ডোবার পানি সেচে সাপটিকে জাল দিয়ে ধরে। এটি অজগর জানতে পেরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দিই। পরে বন বিভাগের কর্মকর্তারা সাপটি নিয়ে যায়।’

বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ের বিট কর্মকর্তা নূরুল হুদা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সাপটিকে উদ্ধার করি। অগজগরটি সাড়ে ছয় ফুট লম্বা এবং এর ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি। এর বয়স আনুমানিক ছয় মাসের বেশি হতে পারে। ভারতীয় সীমান্ত এলাকায় অজগরটি ধরা পড়েছে। এটি ভারত থেকে এসেছে বলে আমরা ধারণা করছি।’

তেঁতুলিয়ার ইউএনও ফজলে রাব্বি বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা অজগরটিকে তাঁদের কার্যালয়ে এনে রেখেছেন। আজ বুধবার বন বিভাগের মাধ্যমে সাপটিকে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার কথা রয়েছে।