তাড়াশে সরকারি বই কেজিদরে বিক্রির অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি বিনা মূল্যের বই কেজিদরে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের জন্য বরাদ্দ মাধ্যমিক স্তরের বই ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের খবর পেয়ে আজ রোববার দুপুরে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে রানীগঞ্জ বাজার থেকে বিক্রি করা বইগুলো উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্কুল ছুটির পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মোমিন ভান্ডারকক্ষে সংরক্ষিত ২০১৯-২০২০, ২০২০-২০২১ শিক্ষাবর্ষসহ কয়েক বছরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১৬৩ কেজি বই গোপনে বিক্রি করে দেন। সাব্বির হোসেন নামে স্থানীয় এক ফেরিওয়ালা ১৩ টাকা কেজি দরে বইগুলো কিনে নেন।
ওই ফেরিওয়ালা বইগুলো রানীরহাট বাজারের একটি টংদোকানের সামনে রাখলে বাজারে আসা লোকজন সরকারি বই দোকানে দেখতে পেয়ে ফেরিওয়ালা সাব্বির হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে বইগুলো উদ্ধার করা হয়।
বই বিক্রির অভিযোগের প্রসঙ্গে জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মোমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার মো. নূরুন্নবী বলেন, সরকারি বই বিক্রি করা অপরাধ। ফেরিওয়ালার কাছে বিক্রি করা বিনা মূল্যের সরকারি বইগুলো উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম বিকেলে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।