ট্রেনের মাঝখানে পিকআপের ধাক্কায় বগি লাইনচ্যুত, বন্ধ ছিল রেল যোগাযোগ
কুমিল্লায় ট্রেনের সঙ্গে সবজিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে বগি লাইনচ্যুত হওয়ায় সাত ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। গতকাল শনিবার দিবাগত রাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার সকাল সোয়া ৯টায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণে কুমিল্লা রেলস্টেশনে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন আন্তনগর এক্সপ্রেস ও ঢাকা থেকে চট্টগ্রামগামী তুর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়ে। এই সময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। কমিটির আহ্বায়ক হলেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাস।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নিচে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গতকাল রাত দুইটায় সবজিবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এই সময় পিকআপ ভ্যানটি উল্টে যায়। তখন ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। একপর্যায়ে ট্রেনটি ইঞ্জিনসহ সামনের সাতটি বগি নিয়ে লালমাই রেলস্টেশনে পৌঁছায়। খবর পেয়ে ভোরে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্বারকারী ট্রেন এসে উদ্ধার তত্পরতা চালায়। এরপর আজ সকাল ৯টা ১৭ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, ট্রেনটিতে ১৫টি বগি ছিল। এর মধ্যে মাঝখানের একটি বগির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এরপর সাতটি বগি নিয়ে ট্রেনটি লাকসাম জংশনে চলে যায়। অপর সাতটি বগি কুমিল্লা রেলস্টেশনে নেওয়া হয়। একটি বগি লাইনচ্যুত ছিল। এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে।
কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার শফিকুর রহমান ভূঁইয়া জানান, আজ সকাল ৯টা ১৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার কারণে দুটি ট্রেন কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়ে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।