ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ নিহত, হাসপাতালে স্বামী-সন্তান

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রংপুরের পীরগাছা আঞ্চলিক মহাসড়কে আলুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আয়রিন আক্তার (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর স্বামী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে রংপুরের সুন্দরগঞ্জ উপজেলার নাচনী ঘগেয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়রিন সুন্দরগঞ্জ উপজেলার চৌতন বাজার এলাকার শাহীন মিয়ার স্ত্রী।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি থানায় রাখা হয়েছে। সেই সঙ্গে রাতেই ট্রাকের চালক জামিল উদ্দিনকে (৩২) আটক করা হয়েছে। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে শাহীন মিয়া তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তানসহ মোটরসাইকেলে করে রংপুরের বাসায় যাচ্ছিলেন। পথে পীরগাছার রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নাচনী ঘগেয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলুবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আয়রিন, স্বামী শাহীন মিয়াসহ দুই শিশুসন্তান গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতেই আয়রিনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে।

ওসি সরকার ইফতেখার মোকাদ্দেম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহত আয়িরনের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।