২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ট্রলিতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

ট্রেনের ধাক্কায় মৃত্যু
প্রতীকী ছবি

পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের হুদারপাড়া গ্রামে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইটভর্তি ট্রলি উল্টে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় ইটভর্তি ট্রলি রেললাইনে আটকে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দবির উদ্দিন (৪৫)। তাঁর বাড়ি উপজেলার তাঁতিবন্ধ গ্রামে। আহত ছয়জন হলেন আসিফ হোসেন (৪৫), জালিম উদ্দিন (৩৫), আমিরুল ইসলাম (৩৪), শাহজাহান আলী (৪০), ইসমাইল হোসেন (৩৭) ও আবুল হোসেন (৩৫)। তাঁদের মধ্যে শাহজাহান ও ইসমাইলকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে জেলার বেড়া উপজেলার ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের খুব কাছাকাছি ছিল। এ সময় ইটভর্তি দুটি ট্রলি উঁচু রেলক্রসিং পার হতে গিয়ে আটকে যায়। স্থানীয় লোকজন এসে একটি ট্রলিকে সরাতে পারলেও অপরটির কিছু অংশ রেললাইনেই থেকে যায়। ট্রেনটি ট্রলিকে ধাক্কা দেয়। ট্রলিটি ট্রেনের গার্ডারে লেগে অপর ট্রলির ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দাবির উদ্দিন নিহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে ট্রেনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীবাহী ট্রেনটি গন্তব্যের উদ্দেশে চলে গেছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।