ট্রলিচাপায় হাসপাতালের ফার্মাসিস্ট নিহত

ট্রলির চাপায় নিহত আবু শিহাব উদ্দিন
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মাটি বহন কাজে নিয়োজিত ট্রলির চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল চালকের। রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের মাদলা এলাকার বাগবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু শিহাব উদ্দিন ওরফে হৃদয় (২৬)। তিনি পেশায় বেসরকারি একটি হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

নিহত শিহাব উদ্দিনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি ইউনিয়নের নিজগ্রামে। তাঁর বাবার নাম দুলু প্রামাণিক। তিনি বগুড়া শহরের কলোনি এলাকায় হেলথ সিটি স্পেশালাইজড হাসপাতালে ফার্মাসিস্ট পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল নয়টা থেকে হাসপাতালে দায়িত্ব ছিল শিহাবের। এ জন্য প্রতিদিনের মতো গাবতলীর নিজ গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহরের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। সকাল সাড়ে আটটার দিকে বাগবাড়ি সড়ক থেকে দ্বিতীয় বাইপাস সড়কে ওঠা মাত্রই বিপরীত দিক থেকে আসা ইটভাটার মাটি বহন কাজে নিয়োজিত একটি ট্রলি তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিহাব মারা যান।

হেলথসিটি স্পোশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সেলিম বলেন, শিহাব প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে গাবতলীর নিজ গ্রাম থেকে ডিউটিতে আসতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে তিনি হাসপাতাল থেকে গাবতলীর বাড়িতে যান। আজ বুধবার সকালে তাঁর ডিউটি থাকায় মোটরসাইকেল চালিয়ে বগুড়া আসছিলেন।

দুর্ঘটনার পর পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে দাফনের উদ্যোগ নিয়েছেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সকালের ওই দুর্ঘটনার বিষয়টি পুলিশকে কেউ জানাননি। সম্ভবত পুলিশ পৌঁছার আগেই পরিবারের লোকজন লাশ নিয়ে বাড়ি চলে গেছে।