২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যায় স্ত্রীর অভিযোগের তদন্ত শুনানি পিছিয়েছে

একরামুল হক
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যায় জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশনা অনুযায়ী তদন্তের শুনানি ধার্য ছিল আজ বৃহস্পতিবার। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি প্রতিনিধিদল সেন্ট মার্টিনে আসার কারণে ইউএনও উপস্থিত থাকতে না পারায় আজকের শুনানির দিন স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ একরামুল হকের স্ত্রী আয়েশা বেগমকে জানানো হবে বলে জানিয়েছেন টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী।

আরও পড়ুন

সূত্র জানায়, জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশনামতে টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরাম হত্যার পর প্রকাশিত সংবাদের প্রতিবেদন এবং একরামুলের স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টায় ইউএনও কার্যালয়ে তদন্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ একরামুলের স্ত্রী আয়েশা বেগমকে আজ ইউএনওর কার্যালয়ে উপস্থিত থাকার জন্য ৬ ফেব্রুয়ারি একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠির অনুলিপি দেওয়া হয়েছিল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজার, কোম্পানি কমান্ডার র‍্যাব-১৫ সিপিসি-১, টেকনাফ ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।

তদন্ত শুনানির পরবর্তী তারিখ একরামুল হকের স্ত্রী আয়েশা বেগমকে জানানো হবে বলে জানিয়েছেন টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী।

একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম প্রথম আলোকে বলেন, ‘চিঠি পাওয়ার পর সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু বুধবার রাত ১১টার দিকে ইউএনও ফোন করে জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি প্রতিনিধিদল সেন্ট মার্টিন দ্বীপে আসার কারণে শুনানির ধার্য দিন স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ চিঠির মাধ্যমে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।’

আরও পড়ুন

এ বিষয়ে ইউএনও পারভেজ চৌধুরী বলেন, দাপ্তরিক কাজে তিনি সেন্ট মার্টিনে আসায় আজকের শুনানির দিনটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে চিঠির মাধ্যমে তাঁকে (একরামুলের স্ত্রী) জানানো হবে।

আরও পড়ুন