টবের ছোট্ট গাছে ৬২ কমলা

>

ফলসহ টবের কমলাগাছটি বিক্রির জন্য বাজারে আনেন মুনসুর আলী। প্লাস্টিকের ড্রামে লাগানো ছোট্ট গাছটিতে ৬২টি কমলা ধরেছে। এমন গাছ দেখে পথচারীদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। কমলাসহ গাছটির দাম হাঁকা হয় ১৬ হাজার টাকা। গাছটি দেখে কারও কারও মনে ধরে। কিন্তু দাম শুনে তাঁরা কিছুটা দ্বিধায় পড়েন। গাছটির মালিক মুনসুর আলী জানালেন, বেশ কয়েক ব্যক্তি গাছটি কেনার জন্য দরদাম করছেন। ৬ থেকে ৮ হাজার টাকা দাম বলেছেন। কিন্তু এই দামে গাছটি দেননি তিনি। উপযুক্ত দাম পেলে ছেড়ে দেবেন। বিক্রির জন্য চলতি পথের কমলাগাছটি নিয়ে এবারের ছবির গল্প।

কমলাগাছটির মালিক মুনসুর আলী। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার সরলপুর গ্রামে।
কমলাগাছটির মালিক মুনসুর আলী। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার সরলপুর গ্রামে।
নিজ ভবনের ছাদে ড্রামে প্রায় তিন বছর আগে কমলাগাছটি লাগিয়েছিলেন মুনসুর।
নিজ ভবনের ছাদে ড্রামে প্রায় তিন বছর আগে কমলাগাছটি লাগিয়েছিলেন মুনসুর।
চারাটি ৩০০ টাকায় কিনেছিল মুনসুর।
চারাটি ৩০০ টাকায় কিনেছিল মুনসুর।
এখন গাছটিতে ৬২টি কমলা আছে।
এখন গাছটিতে ৬২টি কমলা আছে।
গাছটি বিক্রি করতে ভ্যানে করে বগুড়া শহরের সাতমাথা এলাকায় আনা হয়।
গাছটি বিক্রি করতে ভ্যানে করে বগুড়া শহরের সাতমাথা এলাকায় আনা হয়।
গাছটি দেখে পথচারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।
গাছটি দেখে পথচারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।
উৎসুক জনতা গাছটি ঘিরে ভিড় করে।
উৎসুক জনতা গাছটি ঘিরে ভিড় করে।
কেউ কেউ মোবাইলে ছবি তোলেন।
কেউ কেউ মোবাইলে ছবি তোলেন।
কেনার আগ্রহ দেখান অনেক ক্রেতা।
কেনার আগ্রহ দেখান অনেক ক্রেতা।