ঝালকাঠিতে পৌর নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় উত্তাপ

ঝালকাঠিতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) বর্তমান মেয়র লিয়াকত আলী তালুকদার (বাঁয়ে), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আফজাল হোসেন (নারকেলগাছ প্রতীক) এবং ইসলামী আন্দোলনের প্রার্থী (হাতপাখা প্রতীক) হাবিবুর রহমান
ছবি: সংগৃহীত

২১ জুন ঝালকাঠি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের শেষ সময়ের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় কিছুটা উত্তাপ ছড়িয়েছে। আজ শনিবার রাত ১২টায় শেষ হচ্ছে সব ধরনের প্রচার–প্রচারণা। এর মধ্যে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নৌকার প্রার্থী বর্তমান মেয়র লিয়াকত আলী তালুকদারের গাড়িতে ককটেল হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। সেই সঙ্গে রয়েছে প্রতিদ্বন্দ্বীদের পাল্টাপাল্টি কথার উত্তাপও।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শহরের কলেজ মোড় এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে রাত সাড়ে আটটার দিকে উঠান বৈঠক করছিলেন আওয়ামী লীগ প্রার্থী লিয়াকত আলী তালুকদার। এ সময় হঠাৎ করে কমিউনিটি সেন্টারের বাইরে থাকা প্রচারণার গাড়ির মাইক লক্ষ্য করে ‘বোমা’র বিস্ফোরণ ঘটে। এতে কর্মী-সমর্থকেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পণ্ড হয়ে যায় নির্বাচনী উঠান বৈঠক। এ ঘটনায় রাতেই সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন লিয়াকত আলী তালুকদার।

ঝালকাঠি সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, জিডির অভিযোগ তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্টো দিকে, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর দুই প্রার্থী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আফজাল হোসেন (নারকেলগাছ) এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী (হাতপাখা) হাবিবুর রহমানের কোনো প্রচার-প্রচারণা চোখে পড়েনি। এমনকি তাঁদের কোনো ব্যানার-পোস্টারও চোখে দেখা যাচ্ছে না। তবে নৌকার পক্ষে প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভাসহ গণসংযোগ ছিল চোখে পড়ার মতো। শেষ সময়ে নৌকা ও কাউন্সিলর প্রার্থীদের মাইকিং, মিছিল, স্লোগানে মুখর পৌর শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের দোকান থেকে শুরু করে বাড়ি বাড়ি নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে।

সোমবার ঝালকাঠি পৌরসভায় ইভিএমের মাধ্যমে প্রথমবারের মতো ভোট গ্রহণ হবে। ৯টি ওয়ার্ডের মধ্যে তিনজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ছয়টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর পদে এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ ‘বিদ্রোহী’ প্রার্থী সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন অভিযোগ করেন, তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণায় নৌকার প্রার্থীর লোকজন বাধা দিচ্ছেন। তিনি আরও বলেন, যদি সঠিকভাবে ভোট হয়, তবে তিনিই বিজয়ী হবেন। নৌকার প্রার্থী শতকরা ৫ ভাগ ভোটও পাবেন না।

এদিকে নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজনৈতিক অভিভাবক আমির হোসেন আমুর জন্যই তিনি আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে তাঁদের মুখ উজ্জ্বল করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থী আফজাল হোসেন মিথ্যা অপপ্রচার করছেন। আফজাল হোসেনই শতকরা ৫ ভাগের বেশি ভোট পাবেন না। তিনি আরও বলেন, ‘আমার প্রচারণায় ব্যবহৃত গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বোমা নিক্ষেপের মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে এ কাজ করা হয়েছে। তারপরও ভোটাররা আমাকে জয়ী করবেন বলে আশা করছি।’

সোমবার ঝালকাঠি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো ভোট গ্রহণ হবে। ঝালকাঠি পৌরসভায় ২২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পৌরসভায় ১৯ হাজার ৪৭৬ জন পুরুষ এবং ২০ হাজার ১৬০ জন নারী ভোটারসহ ৩৯ হাজার ৬৩৬ জন ভোটার রয়েছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে তিনজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ছয়টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর পদে এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকায় ২২টি ভোটকেন্দ্রের ১৩১টি বুথে ২২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১৩১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ২৬২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ঝালকাঠি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামলা হোসেন বলেন, সুষ্ঠুভাবে ভোট পরিচালনার স্বার্থে ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও র‍্যাব অবস্থান করবে।