জয়পুরহাটে ২৪ ঘণ্টায় ৫৭ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনা সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৭ শতাংশ। এদিন করোনায় মারা গেছেন একজন। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত সোমবার থেকে জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভায় সাধারণ মানুষ চলাচলে অনির্দিষ্টকালের জন্য বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। আজ রোববার বিধিনিষেধের সপ্তম দিন চলছে।

জয়পুরহাট শহরের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত জয়পুরহাট শহরে লোকসমাগম হচ্ছে। লোকজনের মধ্যে সচেতনতার অভাব দেখা গেছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জয়পুরহাট ও পাঁচবিবি পৌর এলাকায় আরোপিত বিধিনিষেধ অব্যাহত রয়েছে।