জয়পুরহাটে বাড়ি থেকে ডেকে নিয়ে ট্রাক্টরচালককে হত্যা

লাশ
প্রতীকী ছবি

জয়পুরহাটে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ট্রাক্টরচালককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তি হলেন মীর হাসান (৩৫)। তিনি তেঘরবিশা মিস্ত্রিপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার গভীর রাতে মীর হাসানকে তাঁর সহকারী উজ্জ্বল বাড়ি থেকে ডেকে নিয়ে যান। আজ সকাল সাড়ে আটটার দিকে প্রায় ৩০০ গজ দূরে ফসলি মাঠে গলায় রশি প্যাঁচানো লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সাড়ে ১০টায় মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান প্রথম আলোকে বলেন, মীর হাসানকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। লাশের গলায় রশি ছিল। মুখে ফেনা ও শরীরে দাগ আছে। মীর হাসানকে হত্যার পর এখানে লাশ ফেলে রাখা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।