জোয়ার এলে ডুবে যায় বিদ্যালয়টি
স্কুলটির নাম সুলতান আল নাহিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়। চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৫ নম্বর সড়কের পাশে এটি অবস্থিত। জোয়ারে তলিয়ে যায় স্কুলের নিচ তলার শ্রেণিকক্ষ। তার মধ্যে ক্লাস করে শিক্ষার্থীরা। চরম দুর্ভোগে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকলেও জোয়ারের পানির মধ্যে ক্লাস চলায় সন্তানদের নিয়ে আতঙ্কে আছেন হাজারো শিক্ষার্থীর অভিভাবক। অভিভাবকেরা জানান, জোয়ারের পানিতে থাকে বিভিন্ন রোগ-জীবাণু। সাপের ভয় তো আছেই। ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার শাহাদাত বলেন, জুলাই থেকে অক্টোবর মাসে জোয়ার ও বৃষ্টির পানিতে দুর্ভোগ পোহাতে হয়। শ্রেণিকক্ষে পানির মধ্যে দাঁড়িয়ে ক্লাস নিতে হয়। গত পাঁচ বছর ধরে এ সমস্যা।