জৈন্তাপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর সৎভাই ও স্ত্রী আটক

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গৃহবধূর স্বামীর সৎভাই ও তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত ওই গৃহবধূর নাম সোনারা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের ওহাব মিয়ার স্ত্রী। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন আবদুল করিম (৪০) ও তাঁর স্ত্রী শিরিনা বেগম। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওহাব মিয়ার সঙ্গে তাঁর সৎভাই আবদুল করিমের জমি-জমার বণ্টন নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে গতকাল বুধবার রাতে তাঁদের ঝগড়া হয়। এদিকে আজ সকালে ওহাবের স্ত্রী সোনারা বেগমের সঙ্গে আবদুল করিম ও তাঁর স্ত্রীর তর্কাতর্কি হয়। একপর্যায়ে আবদুল করিম ও তাঁর স্ত্রী সোনারা বেগমকে এলোপাতাড়িভাবে কোপ দেন। এতে ঘটনাস্থলেই সোনারা বেগম মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় দা দিয়ে কোপানোর ক্ষত রয়েছে বলে পুলিশের সুরতহাল প্রতিবেদন সূত্রে জানা গেছে।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগির বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শিরিনা ও আবদুল করিমকে আটক করা হয়েছে। যে দা দিয়ে সোনারাকে কোপানো হয়েছে, সেটি শিরিনা বেগমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে নিহত সোনারার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।