জেলা পুলিশের সংবর্ধনা পেল পুরস্কারজয়ী সাদাত
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারজয়ী সাদাত রহমানকে সংবর্ধনা দিয়েছে নড়াইল জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
নেদারল্যান্ডসভিত্তিক ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ সাদাত রহমানকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী ঘোষণা করে। ১৩ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে সাদাতের হাতে শিশুদের নোবেলখ্যাত এই পুরস্কার তুলে দেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ৪২টি দেশের ১৪২টি শিশুর মনোনয়নের মধ্য দিয়ে শুরু হয়েছিল সাদাতের বিশ্বমঞ্চে উঠে আসার দৌড়।
জেলা পুলিশের সংবর্ধনা অনুষ্ঠানে সাদাত রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান, সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, সাদাতের বাবা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
সংবর্ধনায় সাদাত রহমান বলে, ‘আমি একজন কিশোর হয়েও পুলিশ সুপারের কাছে সাইবার অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। তাঁর সহযোগিতা ছাড়া আমার ওই অর্জন সম্ভব ছিল না।’
আগামী দিনেও সাদাতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ‘সাদাতের মতো এ প্রজন্মের সন্তানেরা এগিয়ে এসে বাংলাদেশ গড়তে হবে।’