জুড়ীতে বিজ্ঞান মেলায় খুদে শিক্ষার্থীদের নানা উদ্ভাবন উপস্থাপন
খুদে বিজ্ঞানীদের এ যেন এক মিলনমেলা। তাদের কোনো দল উদ্ভাবন করেছে বিলুপ্তপ্রায় উদ্ভিদের নমুনা সংরক্ষণের উপায়। কেউ উদ্ভাবন করেছে পলিথিন পুড়িয়ে পেট্রল ও মিথেন গ্যাস তৈরির পদ্ধতি। কেউ আবার উপস্থাপন করেছে নবায়নযোগ্য শক্তির নতুন কোনো ব্যবহার।
মৌলভীবাজারের জুড়ীতে আজ বুধবার অনুষ্ঠিত বিজ্ঞান মেলার দৃশ্য এটি। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা সদরের মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করে। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
বেলা ১১টার দিকে কুয়াশায় মোড়ানো সকালে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এ মেলা শুরু হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, তৈয়বুন্নেছা খানম কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছুম রেজা, মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী প্রমুখ।
উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় অংশগ্রহণকারী নয়াগ্রাম-শিমুলতলা দাখিল মাদ্রাসার দল উদ্ভাবন করেছে পলিথিন পুড়িয়ে পেট্রল ও মিথেন গ্যাস তৈরির পদ্ধতি। প্রতিষ্ঠানটির দশম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের আহমদ বলে, প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভর না করে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পেট্রল ও মিথেন গ্যাস উৎপাদনে তাদের উদ্ভাবনটি পথ দেখাতে পারে।
স্থানীয় তৈয়বুন্নেছা খানম কলেজের শিক্ষার্থীরা উদ্ভিদের বিভিন্ন অংশ সংগ্রহ করে শুকিয়ে কাগজে সংগ্রহ করে ‘হারবেরিয়াম’ (সংগ্রহশালা) তৈরি করেছে। প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসরিন আক্তার বলে, এভাবে সহজেই বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংগ্রহ করে রাখা যায়।
মেলা ঘুরে মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশ নিয়ে নানা উদ্ভাবন উপস্থাপন করেছে। এ মেলা দেখে অন্য শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে বলে মনে করছেন তিনি।
বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। সেখানেও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রধান অতিথি ছিলেন। এ সময় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নয়াগ্রাম-শিমুলতলা দাখিল মাদ্রাসা প্রথম, মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয় এবং ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।