জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু
জামালপুরের ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাংগালপাড়া গ্রামে ও ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের শিয়ালদহ গ্রামে ঘটনা দুটি ঘটে।
মারা যাওয়া দুইজন হলেন ইসলামপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের খোদু আকন্দের মেয়ে ইরশেদা আক্তার (১০) ও বকশীগঞ্জ উপজেলার বাংগালপাড়া গ্রামের অহেদ আলী (৫০)।
এ ছাড়া বলিদাপাড়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে শায়লা আক্তার (১১) এখনো নিখোঁজ রয়েছে।
ইসলামপুর উপজেলার শিয়ালদহ গ্রামের বাসিন্দারা জানান, বেলা একটার দিকে ইরশেদা ও শায়লা আক্তার বন্যার পানিতে গোসল করতে নামলে ভেসে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ইরশেদা আক্তারের লাশ উদ্ধার করেন। তবে শায়লা আক্তার এখনো নিখোঁজ রয়েছে।
এদিকে বকশীগঞ্জ উপজেলার বাংগালপাড়া গ্রামের একাধিক ব্যক্তি জানান, আজ দুপুরে অহেদ আলী বন্যার পানিতে নেমে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান ও বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।