জামালপুরে নৌকা ডুবে ছাত্রলীগ নেতা নিখোঁজ

মো. জাহিদ ফয়সাল
ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকা ডুবে মো. জাহিদ ফয়সাল ওরফে ফাহিম (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার নরুন্দি ইউনিয়নের পূর্ব কচুনধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ জাহিদ ফয়সাল সদর উপজেলার কানিল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি সদর উপজেলার নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সহসভাপতি। জাহিদ সম্প্রতি ত্রিশাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে জাহিদসহ পাঁচ বন্ধু মিলে একটি নৌকায় ব্রহ্মপুত্র নদে ঘুরতে যান। সন্ধ্যার পর তাঁদের নৌকাটি হঠাৎ ছিদ্র হয়ে যায়। এতে নৌকাটি ডুবে যেতে শুরু করলে নৌকায় থাকা সবাই বালু উত্তোলনের খননযন্ত্রের পাইপের ওপর ওঠেন। পাইপের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় জাহিদ পানিতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে অন্ধকারের জন্য রাত সাড়ে ১০টার দিকে অভিযান বন্ধ করে দেওয়া হয়। আজ শুক্রবার ভোর থেকে ফের উদ্ধার অভিযান শুরু রয়েছে।

জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে। তবে নদে স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে।