জমিসংক্রান্ত বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

পিটুনি
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গুণাইহাটি গ্রামে তাঁকে পেটানোর ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুস সামাদ (৬৫)। তিনি একই গ্রামের মৃত বাছের প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুণাইহাটি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মো. এহিয়া (৪৫) ও তাঁর ছেলে জাহাঙ্গীর হোসেনের (২২) সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশী আবদুস সামাদের বিরোধ চলছিল। এর জেরে গতকাল দুপুর ১২টার দিকে আবদুস সামাদের পুকুর পাড়ে প্রতিপক্ষের লোকজন লাঠি ও লোহার রড নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে আবদুস সামাদকে তাঁরা পিটিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ ভোর চারটার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম বলেন, এ ঘটনায় আবদুস সামাদের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আবদুস সামাদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।