জগন্নাথপুরে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি, নৌকায় চলছে যাতায়াত

সড়কে পানি জমে থাকায় স্থানীয়রা এখনো নৌকায় চলাচল করছেন। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে বন্যার পানি ধীরগতিতে কমছে। সড়কে বন্যার পানি থাকায় উপজেলায় এখনো সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। জগন্নাথপুর পৌরসভা থেকে বিভিন্ন ইউনিয়নে যাতায়াতের জন্য এখনো মানুষ নৌকায় চলাচল করছেন। এদিকে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর হয়ে আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে পানি থাকায় সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৭ জুন থেকে জগন্নাথপুর উপজেলায় বন্যায় পানিতে ছোট-বড় সব কটি সড়ক তলিয়ে যায়। এতে উপজেলা সদরের সঙ্গে সব কটি ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগের সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এদিকে আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন জায়গায় পানি ওঠায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১০ দিন পার হলেও এসব সড়ক থেকে পুরোপুরি পানি নামেনি।

জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান বলেন, চারদিকে শুধু পানি আর পানি। তাই এখনো সড়কে নৌকা চলছে। উপজেলা সদরে যেতে হলে নৌকা ব্যবহার করতে হচ্ছে।

এদিকে সাধারণ যানবাহন বন্ধ থাকার সুযোগে নৌযানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় লোকজন। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা পলাশ দাস বলেন, ‘রানীগঞ্জ থেকে ৪০ টাকা অটোরিকশায় জগন্নাথপুরে আসতে পারতাম। এখন নৌকায় ১৫০ টাকা লাগছে। ছোট ছোট নৌকায় অনেক বেশি ভাড়া নিচ্ছে। এসব দেখার কেউ নেই।’

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া বলেন, ‘আমার পুরো ইউনিয়নের মানুষ এখনো নৌকার ওপর নির্ভরশীল। সব কটি সড়ক ডুবে রয়েছে। এ সুযোগে নৌকার চালকেরা অতিরিক্ত টাকা আদায় করছেন। অন্যান্য বছর বর্ষাকালে পাইলগাঁও থেকে ইটাগাঁও নদী দিয়ে উপজেলা সদরে যেতে পুরো নৌকার ভাড়া ছিল এক হাজার টাকা। কিন্তু এখন তিন হাজার টাকা নিচ্ছে।’

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে উপজেলাবাসী সীমাহীন দুর্ভোগে আছে।
এলজিইডির জগন্নাথপুর কার্যালয়ের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, বন্যার পানি ধীরগতিতে নামছে। এ জন্য উপজেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। পানি কমলে সড়কের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হবে।