জকিগঞ্জের দুই ইউপিতে আ.লীগের বিদ্রোহীরা জয়ী
সিলেটের জকিগঞ্জ উপজেলায় আদালতের নির্দেশে বাতিল হওয়া দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার উপজেলার সুলতানপুর ও কাজলসার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে গতকাল রাতে বেসরকারিভাবে সুলতানপুর ইউপিতে রফিকুল ইসলাম ও কাজলসার ইউপিতে আশরাফুল আম্বিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। এ দুই প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ছিলেন।
জানা গেছে, সুলতানপুর ইউপিতে রফিকুল ইসলাম ৪ হাজার ৬৫৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩৭৩ ভোট। কাজলসার ইউপিতে আশরাফুল আম্বিয়া ৩ হাজার ৭৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি নেতা চেরাগ আলী পেয়েছেন ২ হাজার ৮৭৭ ভোট। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগের প্রার্থী জুলকারনাইন লস্কর পেয়েছেন ২ হাজার ১৭৬ ভোট।
গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউপিতে অনুষ্ঠিত হয়েছিল। তবে ওই সময় ইউনিয়নের একটি কেন্দ্রে সিল মারা ও সিলবিহীন ব্যালটসহ দুজন রিটার্নিং কর্মকর্তাকে আটক করা হয়েছিল। এ ঘটনায় পরে ওই ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়।
অন্যদিকে সুলতানপুর ইউপিতে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে ওই কেন্দ্রের ভোট ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়। এ ঘটনায় আদালতে পিটিশন দাখিলের পর ওই ইউপির ঘোষিত ফলাফল বাতিল করা হয়েছিল।