ছোট্ট আরিয়ানের পাশে উপজেলা পরিষদ, প্রশাসনসহ অনেকেই
ছোট্ট আরিয়ানের মনটা বেজায় খুশি। নতুন জামা-জুতা পরে মায়ের দিকে বারবার তাকাচ্ছিল সে। দিনটি তার মা আমেনা আক্তারের কাছেও বাকি অন্য দিনের চেয়ে আলাদা। গতকাল শুক্রবার দিনভর তাদের সঙ্গে দেখা করতে এসেছেন অনেকেই। চাল-তেলসহ খাদ্যসামগ্রীর সঙ্গে নতুন পোশাক পেয়ে খুশি আরিয়ানের মা বলছিলেন, ‘আল্লাহ মনে হয় আমার কথা এবার শুনেছেন, এবার মনে হয় আমাদের কষ্টের দিন শেষ হবে।’
গত মঙ্গলবারও মায়ের জন্য ‘চাল কিনবে বলে শাক বেচতে বের হয়েছিল ছোট্ট আরিয়ান’। প্রথম আলোতে প্রকাশিত আরিয়ান রহমান ওরফে আলিফের সেই সংগ্রামের গল্প পড়ে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক শ পাঠক প্রথম আলোর এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা আরিয়ানের পাশে দাঁড়াতে চেয়েছেন। পাশাপাশি বাগেরহাট সদর উপজেলা প্রশাসন এবং স্থানীয় সাংসদ (বাগেরহাট-২) শেখ তন্ময়ও আশ্বাস দেন আরিয়ান ও তার মায়ের পাশে দাঁড়ানোর।
গতকাল বেলা ১১টার দিকে আরিয়ানের নানার বাড়ি বাগেরহাট সদর উপজেলার ভাটশালা গ্রামে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। এ সময় তাঁরা আরিয়ানের মায়ের কথা শোনেন এবং তাঁকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
মা আমেনা আক্তার বলেন, আরিয়ানের বাবা খলিলুর রহমান পাঁচটি বিয়ে করেছেন। সেই সংসারে টিকতে না পেরে আরিয়ানকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন তিনি। বাবার ঘরে সৎমা থাকায় নানা লাঞ্ছনা-বঞ্চনা সহ্য করতে হয় তাঁকে। এ জন্য আমেনার বাবা মো. শাইখুল ইসলাম মেয়ে ও নাতির জন্য নিজের ঘরের সামনে একটি টিনের ছাপড়া তৈরি করে দেন। তবে সেখানে কোনো বিদ্যুৎ বা রান্নাঘর নেই। মানুষের বাড়িতে কাজ করে এবং চেয়েচিন্তে ছেলেকে নিয়ে খেয়ে–না খেয়ে দিন কাটে তাঁর।
আমেনা আক্তার আরও বলেন, ‘প্রথম আলোর এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে আল্লাহ আমার বাচ্চাটাকে দেখা করায় দিছে। প্রথম রোজার দিন থাইকেই আমার ঘরে একটা খাবার চালও ছিল না। আমরা ঠিকঠাক খেতে পারিনি। সাংবাদিকের সঙ্গে দেখা হওয়ার পর ওই রাতে আমার ছেলে খাবার নিয়ে বাড়িতে ফেরে। ছোটবেলা থেকে মা না থাইকে অনেক কষ্ট করিছি। যাদের সব আছে, দোকান আছে, ঘের-বেড়ি আছে, যাদের বাড়ির হাঁস-মুরগির ঘর আমাদের থাকার ঘরের চেয়ে বড়, তারা অনুদান পাচ্ছে। কিন্তু আমরা পাইনি।’
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আরিয়ানের সংবাদটা দেখে তাৎক্ষণিক বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়ের সঙ্গে কথা হয়েছে। তাঁর নির্দেশে আমরা আরিয়ান ও তার মায়ের জন্য নতুন পোশাক কিনেছি। প্রয়োজনীয় খাদ্যসহায়তা নিয়ে এসেছি। শিশুটি পছন্দ করে তার মায়ের জন্য শাড়ি কিনেছে। আজ সে মায়ের হাতে সেই শাড়ি তুলে দিয়েছে। আমরা তাদের কথা শুনেছি। যে সমস্যাগুলো আছে, অবশ্যই সেগুলোর সমাধান করা হবে।’
ইউএনও মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ‘প্রথম আলোতে আরিয়ানের সংবাদ প্রকাশের পর আমাদের সংসদ সদস্য মহোদয়, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান সবাই পরস্পরের সঙ্গে কথা বলেছি। সরকারিভাবে আমরা তাদের জন্য শুকনো খাবার পৌঁছে দিয়েছি। একইসঙ্গে তাদের পারিবারিক অবস্থা দেখলাম আমরা। অনেকেই তাদের সহযোগিতা করতে চাচ্ছেন। এ জন্য আমরা আরিয়ানের নামে একটি ব্যাংক হিসাব খুলে দেব। এ ছাড়া আরিয়ানের লেখাপড়া ও মায়ের কর্মসংস্থানের জন্য যে প্রস্তাবগুলো আছে, তাদের সঙ্গে কথা বলে সে বিষয়ে উদ্যোগ নেব। পাশাপাশি তাদের স্থায়ী বাসস্থানের জন্যও উদ্যোগ নেব।’