চুয়াডাঙ্গায় এক দিনে ১৪০ জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গায় সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৪১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জন করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৭৩ শতাংশ। করোনা শুরুর পর থেকে এক দিনে এটিই সর্বোচ্চ পরীক্ষা ও শনাক্তের ঘটনা। এ সময়ে মারা গেছেন অন্তত চারজন। সব মিলিয়ে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১১৩।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলায় সবচেয়ে বেশি ৪৬ জন আক্রান্ত হয়েছেন। পর্যায়ক্রমে দ্বিতীয় অবস্থানে রয়েছে সীমান্তবর্তী আরেক উপজেলা দামুড়হুদা। এই উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৬। এ ছাড়া সদর উপজেলায় ৩০ ও আলমডাঙ্গা উপজেলায় ২৮ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া গত এক সপ্তাহে ১ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৭০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ সপ্তাহে শনাক্তের হার ৩৪ দশমিক ৮৮ শতাংশ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৭৭০ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৬৫৩ জনকে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৪২ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯৫ জন। যার মধ্যে ১ হাজার ১২০ জনই হোম আইসোলেশনে আছেন। বাকি ৭৫ জন চুয়াডাঙ্গা ডেডিকেটেড করোনা হাসপাতাল এবং আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান প্রথম আলোকে জানান, জনসাধারণের মধ্যে সচেতনতার অভাবে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। তিনি আরও বলেন, ‘মানুষকে ঘরে রাখতে কঠোর লকডাউন করা হচ্ছে। এরপরও মানুষ নানা অজুহাতে বাড়ি থেকে বের হচ্ছেন। শতভাগ মানুষকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে পারলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে।’