চাকরির কথা বলে অর্থ আত্মসাৎ, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা এ পর্যন্ত প্রায় ৯০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

গ্রেপ্তার দুজন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্বর্গপুর গ্রামের মেহেরুল ইসলাম (৩৩) এবং একই উপজেলার তালোড়া পৌরসভার রেল কলোনি এলাকার কামরুল হাসান (২৯)। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির সদস্যরা শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে। রোববার র‍্যাব-১২–এর অধিনায়ক (সিও) রফিকুল হাসান গনি প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে রফিকুল হাসান গনি বলেন, গ্রেপ্তার মেহেরুল ইসলাম সরকারের একটি বাহিনীর চাকরিচ্যুত সদস্য। কামরুল ইসলাম তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারে দক্ষ। দুজন দীর্ঘদিন ধরে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীর মুঠোফোন নম্বর সংগ্রহ করে বিভিন্ন বাহিনী বা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে ফোন করতেন। একপর্যায়ে সেই দপ্তরে চাকরি দেওয়ার নাম করে ভুয়া নিয়োগের এসএমএস পাঠাতেন। এরপর নিয়োগপত্র প্রদানের নামে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এভাবে তাঁরা এ পর্যন্ত প্রায় ৯০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

র‍্যাব জানিয়েছে, প্রতারিত ব্যক্তিদের অভিযোগ পেয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে র‍্যাব। দুজনকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।