চাঁদপুরে দুর্ঘটনায় নিহতদের লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, দুই পুলিশসহ আহত ২০

চাঁদপুর জেলার মানচিত্র

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুলিশের কাছ থেকে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহতদের লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাঁদের স্বজনেরা। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলি ও নিহতদের স্বজনদের নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চিতোষী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চিতোষী–হাসনাবাদ সড়কের যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। পুলিশ বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত বলতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে প্রাইভেটকার দুর্ঘটনায় মনোহরগঞ্জের হাসনাবাদ এলাকার তিন ব্যক্তি নিহত হন। ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ নিতে স্বজনেরা প্রশাসনের আবেদন জানান। কিন্তু প্রশাসন লাশ দিতে রাজি হয়নি। ফলে তাঁদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। বিকেলে উঘারিয়া পুলিশ তদন্তকেন্দ্র থেকে নিহতদের লাশ শাহরাস্তি থানায় নেওয়ার পথে তাঁদের স্বজনেরা পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে লাশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ লাশ নিয়ে থানায় আসে। এ সময় দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা চিতোষী সেতুর ব্যাপক ক্ষতি করে। এ সময় বেশ কিছু দোকানপাট ও ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা করেছি। আমিও সেখানে যাচ্ছি।’

আরও পড়ুন

গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে একটি প্রাইভেটকার পুকুরে পড়ে গেলে পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের মো. শাহ পরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের রেজাউল করিম (২৩) এবং যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের মো. সাগর হোসেন (২৪)।