চলনবিলে যাত্রী নিয়ে বেড়াতে যাওয়া মাঝির খোঁজ মেলেনি, নৌকা উদ্ধার

নিখোঁজ নৌকার মাঝি আরজু মিয়া
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলে যাত্রী নিয়ে বেড়াতে যাওয়া নৌকার মাঝি নিখোঁজ হওয়ার এক দিন পরও তাঁর সন্ধান মেলেনি। তবে আজ শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার আত্রাই নদের হরদমা এলাকা থেকে রক্তমাখা অবস্থায় নৌকাটি উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ মাঝির নাম আরজু মিয়া (৩০)। তিনি সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের মো. কদম আলীর ছেলে।

সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে বিলদহর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে চলনবিলে বেড়ানোর উদ্দেশ্যে বের হন আরজু মিয়া। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার বেলা দুইটার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকায় আত্রাই নদ থেকে পরিত্যক্ত অবস্থায় নৌকাটির সন্ধান পাওয়া যায়। তবে নৌকার মাঝি আরজু মিয়ার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ আরজুর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আরজু মিয়ার সঙ্গে মুঠোফোনে তাঁদের শেষ কথা হয়েছিল। এরপর থেকে তাঁর ফোন বন্ধ আছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, নৌকাটি রক্তমাখা অবস্থায় উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাঝি আরজু মিয়ার কোনো খোঁজ মেলেনি। তাঁকে খোঁজা হচ্ছে।

সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল হোসেন বলেন, নিখোঁজ মাঝি আরজুকে খুঁজতে পুলিশের একাধিক দল অভিযানে আছে। ঘটনাস্থলের চারদিকে পানি থাকায় খুঁজতে সমস্যা হচ্ছে।