চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক কিশোর (১৪) আজ বুধবার সকালে মারা গেছে। পরে করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।
মারা যাওয়া ওই কিশোরের নাম মো. ওমর সিদ্দিক। তার বাড়ি কক্সবাজার সদরে। সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ তার নমুনা পরীক্ষা করা হয়।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ছেলেটি মারা যায়। পরে ছেলে ও তার বাবার নমুনা বিআইটিআইডিতে পাঠানো হয়। তাদের দুজনের ফলাফল নেগেটিভ এসেছে। তার বাবাকে আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওমর সিদ্দিককে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার নিউমোনিয়ার উপসর্গ এবং শ্বাসকষ্ট ছিল বলে চিকিৎসকদের সূত্রে জানা গেছে। সিদ্দিকের মৃত্যুর পর তার বাবাকে একই হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছিল।