চট্টগ্রামে বাম জোটের হরতালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় পিকেটিং করার সময় হরতালকারীদের পুলিশ বাধা দেয়। এরপর নেতা–কর্মীদের সঙ্গে প্রথমে পুলিশের কথা–কাটাকাটি ও পরে ধস্তাধস্তি হয়
ছবি: সৌরভ দাশ

বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালের সময় চট্টগ্রামে নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়েছে। একপর্যায়ে তা ধস্তাধস্তির পর্যায়ে চলে যায়। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের নিউমার্কেট মোড় এলাকায় হরতালের পিকেটিং করার সময় বাধা দিলে এই ঘটনা ঘটে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে ডাকা হরতালে সকাল থেকে নিউমার্কেট মোড়, স্টেশন রোডসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা। তাঁরা এ সময় যান চলাচল বন্ধ করতে পিকেটিং শুরু করেন। নিউমার্কেট এলাকায় পিকেটিং করার সময় পুলিশ বাধা দেয়। এরপর নেতা–কর্মীদের সঙ্গে প্রথমে পুলিশের কথা–কাটাকাটি ও বাদানুবাদ হয়, পরে তা ধস্তাধস্তির পর্যায়ে চলে যায়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন,‘তাঁরা রাস্তায় বসতে চাইলে আমরা সরে যেতে বলি। এরপর সেখান থেকে উঠে যান তাঁরা। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সবকিছু চলছে। তাঁরা মিছিল সমাবেশ করেছেন।’

চট্টগ্রামে হরতালের সমর্থনে বাম জোটের মিছিল
ছবি: সৌরভ দাশ

বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা সকাল থেকে নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেন। নিউমার্কেট মোড়ে তাঁরা পথসভাও করেছেন। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, মো. জাহাঙ্গীরসহ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে হরতাল প্রতিহত করার জন্য বেলা ১১টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী নিউমার্কেটের একপাশে লাঠিহাতে অবস্থান নেন। হরতালে নগরের যান চলাচল স্বাভাবিক রয়েছে।