চট্টগ্রামে কর্মস্থলে ছুটির আমেজ

চট্টগ্রাম জেলার মানচিত্র

ঈদের ছুটি শেষে আজ রোববার অফিস, আদালত, ব্যাংকসহ কর্মস্থল খুলেছে। তবে চট্টগ্রামে বিভিন্ন কর্মস্থলে লোকজনের উপস্থিতি কম। রাস্তাঘাটও প্রায় ফাঁকা।

আজ চট্টগ্রাম নগরের জিইসি মোড়, প্রবর্তক মোড়, আন্দরকিল্লা, সিআরবির রেলওয়ে কার্যালয়, সিটি করপোরেশন প্রভৃতি এলাকা ঘুরে এ চিত্র পাওয়া যায়।

আজ অফিসে আসা কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এ ছাড়া সেবা নিতে আসা ব্যক্তিরাও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের শুভেচ্ছা জানান। মহামারি করোনার কারণে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সবাই হাত মেলানো ও কোলাকুলি এড়িয়ে চলছেন।

নগরের জিইসি মোড়ের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বলেন, এখনো ঈদের ছুটির আমেজ রয়ে গেছে। তাই ব্যাংকে গ্রাহকদের তেমন উপস্থিতি নেই।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক বলেন, ঈদের পর কয়েক দিন কাজের চাপ একটু কম থাকে। লোকজনও ছুটি শেষে বাড়ি থেকে শহরে ফিরতে সময় নেন। এ জন্য উপস্থিতি কম।

ঈদের আগে নগরের রাস্তাঘাটে জট থাকলেও এখন তা প্রায় ফাঁকা। মাঝেমধ্যে বাস, টেম্পো চলতে দেখা গেলেও তাতে যাত্রী কম। বিভিন্ন মোড়ে যানবাহনগুলোকে যাত্রীদের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে দেখা যায়।

নগরের প্রবেশমুখগুলোতে এখনো তেমন ভিড় নেই। বাড়ি থেকে লোকজন ফিরছেন কম। তবে সন্ধ্যার দিকে মানুষ শহরে ফিরতে পারে বলে মনে করছেন পরিবহনশ্রমিকেরা।