চকলেটের লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১১) চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবকের নাম মো. জাহাঙ্গীর আলম (৩০)। তাঁর বাড়ি উপজেলার একটি গ্রামে।
মেয়েটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মেয়েটি তার এক বান্ধবীকে নিয়ে খেলছিল। জাহাঙ্গীর আলম ওই মেয়েকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না বলার জন্যও মেয়েটিকে ভয়ভীতি দেখানো হয়। শুক্রবার মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি সে তার মাকে খুলে বলে।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে সোমবার রাতে লোহাগাড়া থানায় ধর্ষণ মামলা করেন। মেয়েটির মা বলেন, ‘জাহাঙ্গীর আলম আমাদের প্রতিবেশী। তিনি খারাপ প্রকৃতির লোক। চকলেটের প্রলোভন দেখিয়ে আমার মেয়েটির তিনি সর্বনাশ করেছেন। তা ছাড়া মেয়ের চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টা করেছেন।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ প্রথম আলোকে বলেন, মেয়েটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। গ্রেপ্তার যুবক জাহাঙ্গীর আলমকে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।