গোমস্তাপুরে খেত থেকে শিশুর লাশ উদ্ধার

নিহত মো. ফাহিম (৭)
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খেত থেকে মো. ফাহিম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ফাহিম একই গ্রামের রেজাউল করিমের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ফাহিমের বাড়ি থেকে আনুমানিক ৮০০ গজ দূরের একটি খেসারি ডালের খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার ডান চোখে জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর দুই চাচাকে থানায় নিয়ে আসা হয়েছে।

ফাহিমের বাবার বরাত দিয়ে দিলীপ কুমার আরও জানান, ফাহিম গতকাল সোমবার সকালে স্থানীয় শিশুদের সঙ্গে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু গত রাত পর্যন্তও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ফাহিমের বাবা পুলিশকে জানিয়েছেন, তাঁর সঙ্গে তাঁর দুই ভাইয়ের পারিবারিক কলহ চলছিল। এ কারণে তাঁর ছেলেকে তাঁরা হত্যা করেছেন। ফাহিমের বাবার অভিযোগের বিষয়টি মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।