গোদাগাড়ীতে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়কের গোদাগাড়ী অংশের শুলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।

নিহত কিশোরের নাম ফিরোজ হোসেন (১৭)। সে রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকার সেরাজুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় ফিরোজের বন্ধু একই এলাকার রায়হান আলী (১৭) গুরুতর আহত হয়েছে।

পুলিশ জানায়, ফিরোজ ও তাঁর বন্ধু রায়হান মোটরসাইকেলযোগে রাজশাহী শহর থেকে কাঁকনহাটের দিকে যাচ্ছিল। এ সময় গোদাগাড়ীর শুলিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফিরোজ ও রায়হান গুরুতর আহত হয়।

পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। আহত রায়হান হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর পা ভেঙে গেছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।