গৃহকর্তা হিফজুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

আদালত
প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে তিন খুনের মামলায় গৃহকর্তা হিফজুর রহমানের (৪০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিচারক। এর আগে হত্যাকাণ্ডের মামলায় গত শনিবার হিফজুরকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

আজ রোববার বেলা আড়াইটার দিকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ হিফজুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বেলা একটার দিকে হিফজুরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

গত বুধবার হিফজুরের স্ত্রী আলিমা বেগম (৩০), ছেলে মিজানুর রহমান (১২) ও ছোট মেয়ে তানিশা বেগমের (৩) লাশ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। ওই সময় হিফজুরকে আহত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় নিহত আলিমা বেগমের বাবা আইয়ূব আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ওই রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ওই মামলায় চিকিৎসাধীন অবস্থায় থাকা হিফজুরকে গত শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায় পুলিশ। এর আগে থেকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় রাখা হয়েছিল।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, হিফজুরকে রোববার দুপুরে আদালতে পাঠিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। বেলা দুইটার দিকে আদালতের বিচারক রিমান্ডের শুনানিতে তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, হিফজুরকে আজ (রোববার) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।