তিনটি কাঁচের পাত্রে ১০ লাখ টাকার সাপের বিষ
পোশাক ব্যবসার আড়ালে সাপের বিষ ক্রয়-বিক্রির অভিযোগে গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে এক পোশাক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রো (পশ্চিম) সিআইডি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের ১৬৩ গ্রাম সাপের বিষও জব্দ করা হয়। এ ব্যাপারে গাজীপুরের বাসন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার আগতোরিলা গ্রামের (গার্মেন্টস ব্যবসায়ী) মো. বদরুল আলম (৪২), একই জেলার দেলদুয়ার থানার পাহাড়পুর গ্রামের মো. মোনায়েম (৫০) ও গাজীপুর মহানগরের কাউলতিয়ার মীরেরগাঁও এলাকার বদরুল আলম। তাঁদের আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
সিআইডি পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানাধীন চান্দনা-চৌরাস্তা এলাকার রহমত টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত তাজ এপারেলস নামের পোশাক কারখানার অফিসে সাপের বিষ কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। পরে তাজ এপারেলসের মালিক বদরুল আলমের অফিস কক্ষে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দেশ–বিদেশে সাপের বিষ ক্রয়-বিক্রির কথা স্বীকার করেছেন। পরে তাঁদের ওই অফিসকক্ষে তল্লাশি চালিয়ে তিনটি কাঁচের পাত্রে ‘মেইড ইন ফ্রান্স’, ‘কোবরা’, ‘স্ন্যাক পয়জন’ লেখা ১৬৩ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঢাকা মেট্রো (পশ্চিম) সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা বাদী হয়ে বাসন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।