গাজীপুরে ট্রাকচাপায় শ্রমিক নিহত, বিক্ষোভ-অবরোধ

উত্তেজিত কারখানাশ্রমিকেরা ট্রাকে আগুন দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেনছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় উত্তেজিত কারখানাশ্রমিকেরা ওই ট্রাকে আগুন দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। সেনাবাহিনী এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে বিকেলে চারটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন। তিনি বলেন, কালিয়াকৈর উপজেলার সফিপুরের স্টারলিংক লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা দুপুরের খাবার খেয়ে কারখানায় কাজে ফিরছিলেন। এ সময় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিন-চারজনকে উদ্ধার করে আশপাশের ক্লিনিকে পাঠানো হয়।

মহাসড়ক অবরোধের বিষয়ে শাহাদত হোসেন বলেন, কারখানার শ্রমিকেরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনী এসে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয়।