গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রহরী করোনায় আক্রান্ত
গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের এক নৈশপ্রহরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার সকালে সেখানকার ১৩ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, এক নৈশপ্রহরী গত শুক্রবার জ্বর, সর্দি ও গলাব্যথায় আক্রান্ত হন। তখন তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। পরে তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। গতকাল পাওয়া ওই রিপোর্টে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তাৎক্ষণিক তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সিভিল সার্জন কার্যালয়ের অন্যদের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এই কার্যালয়ের ১৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের ছেলে তাবলিগে গিয়েছিল। ফিরে এসে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।