গাছতলায় শিশু রোগীদের জন্য শামিয়ানা

শিশু ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় গাছতলায় ঠাঁই নিয়ে শিশুদের চিকিৎসা করাচ্ছেন অনেক অভিভাবক। সেসব অভিভাবক ও শিশুদের জন্য হাসপাতাল চত্বরে শামিয়ানা টাঙ্গিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালেপ্রথম আলো

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগ। ওয়ার্ডে শয্যা রয়েছে ৪৫টি। গত কয়েক দিন সেখানে শয্যার কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। স্থানসংকুলান না হওয়ায় একই শয্যায় একাধিক রোগী তো বটেই, এমনকি উপচে পড়েছে ওয়ার্ডের শয্যা, মেঝে, বারান্দাও। তাতেও সংকটের সমাধান না হওয়ায়, আবার অনেক অভিভাবক শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালের গাছতলায় ঠাঁই নেন। গাছতলায় ঠাঁই নেওয়া সেসব অভিভাবক ও শিশুদের জন্য হাসপাতাল চত্বরে শামিয়ানা টানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় দিনের বেলায় অতিরিক্ত গরম পড়ছে, আবার রাতে তাপমাত্রা কমে যাচ্ছে। তাপমাত্রা ওঠা-নামার কারণে শিশুদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিশুরা শ্বাসকষ্ট, জ্বর, সর্দি–কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকেরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগ চিকিৎসা করাতে আসছেন। এতেই শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত বুধবার শিশু ওয়ার্ডটিতে ভর্তি ছিল ১৯৪টি, গতকাল বৃহস্পতিবার ভর্তি ছিল ২০৩টি আর শুক্রবার শিশু ওয়ার্ডটিতে ভর্তি ছিল ১৫৬টি শিশু। এই শিশুদের অধিকাংশই শ্বাসকষ্ট, জ্বর, সর্দি–কাশি ও ডায়রিয়ায় ভুগছে।

আজ বেলা দুইটার দিকে সরেজমিন দেখা যায়, সংকুলান না হওয়ায় এক শয্যায় দুই থেকে তিনটি শিশুকে রাখা হচ্ছে। ওয়ার্ডের মেঝে, বারান্দা ও অভিভাবকদের বসার জায়গায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুদের। যারা ওই সব জায়গায়ও স্থান পাচ্ছে না, তাদের জন্য কর্তৃপক্ষ হাসপাতাল চত্বরের শিশু বিভাগের সামনে ও ভেষজ বাগানের গাছেরতলায় শামিয়ানা টানিয়ে দিয়েছে। অভিভাবকেরা সেখানে বিছানা পেতে শিশুদের চিকিৎসা করাচ্ছেন।

স্বাভাবিক সময়ে ৬০ থেকে ৭০টি শিশু ভর্তি থাকলেও আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ায় রোগী বেড়ে গেছে। এখন দুই শতাধিক শিশু ভর্তি থাকছে।

সদর উপজেলার ভেলাজান গ্রামের হরিপদ রায় (৪২) গত মঙ্গলবার মেয়ের শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। চিকিৎসক তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেন। ভর্তির পর ওয়ার্ডে জায়গা না পেয়ে মেয়েকে নিয়ে ঠাঁই নেন গাছতলায়। হরিপদ রায় বলেন, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে ও শিশু বিভাগের সামনে দুটি শামিয়ানা টানিয়ে দেয়। সেই থেকে দিনের বেলা সেখানে ও রাতে হাসপাতালের ফাঁকা কোনো জায়গায় থেকে মেয়ের চিকিৎসা করাচ্ছেন তিনি। তিনি জানান, চিকিৎসা পেয়ে মেয়ে এখন কিছুটা সুস্থ। আজ-কালের মধ্যে বাড়ি চলে যাবেন।

পাশে বসে হরিপদ রায়ের কথা শুনছিলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রানীগঞ্জ গ্রামের সাহেদুর রহমান (৩৩)। তিনিও মেয়েকে নিয়ে তিন দিন ধরে শামিয়ানার নিচে অবস্থান করে চিকিৎসা করাচ্ছেন। সাহেদুর বলেন, ‘দুই দিন থেকে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। এতে আমাদের কষ্ট আরও বেড়ে গেছে। বৃষ্টি এলেই বাচ্চাকে নিয়ে দৌড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়।’

শিশু ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় গাছতলায় ঠাঁই নিয়ে শিশুদের চিকিৎসা করাচ্ছেন অনেক অভিভাবক। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে
প্রথম আলো

সদর উপজেলার বালাপাড়া গ্রাম থেকে ছেলের চিকিৎসা করাতে আসা সুব্রত বর্মণ (৪৫) বলেন, ‘শামিয়ানা খাটানোয় রোদ থেকে রক্ষা পাচ্ছি ঠিকই, কিন্তু রাতে মশার কামড়ে টেকা যায় না। তাই দিনে শামিয়ানার নিচে কাটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে যাই।’

এক রোগীর স্বজন হাসিনুর রহমান বলেন, যেখানে ৪৫ জন মানুষ থাকার কথা, সেখানে ২০০ রোগী থাকে। এত মানুষ থাকার কারণে ওই ঘরগুলোয় গরমে টেকাও যায় না। গাছতলায় একটু হলেও বাতাস পাওয়া যায়। গড়েয়া গোপালপুর গ্রামের তাহেরা বানু (৩৯) বলেন, ‘হাসপাতালের লোকজন বাচ্চাদের কষ্ট দেখে শামিয়ানা করে দিছে। এই জন্য তাদের ধন্যবাদ। কিন্তু হাসপাতালে যেভাবে রোগী বাড়ছে, তাতে শামিয়ানা না করে ঘরের ব্যবস্থা করে দিলে আমাদের জন্য ভালো হয়।’

আজ ছুটির দিন হলেও হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের চিকিৎসক শাহজাহান নেওয়াজকে শিশু রোগীদের খোঁজখবর নিতে দেখা গেছে। পরে তাঁর সঙ্গে কথা হয়। প্রথম আলোকে তিনি বলেন, এই হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসার সুনাম আছে। এ কারণে আশপাশের জেলার অভিভাবকেরা শিশুদের নিয়ে এই হাসপাতালে চলে আসেন। আর এ কারণে এখানে সব সময় রোগী বেশি থাকে। স্বাভাবিক সময়ে ৬০ থেকে ৭০টি শিশু ভর্তি থাকলেও আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ায় রোগী বেড়ে গেছে। এখন দুই শতাধিক শিশু ভর্তি থাকছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল আজিজ বলেন, ‘আপনারা জানেন, এই হাসপাতালে সব সময় শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি থাকে। আমরা কখনোই চাই না কোনো অসুস্থ শিশু চিকিৎসা নিতে এসে এখানে কষ্ট পাক। হাসপাতালের ওয়ার্ডে জায়গা না দিতে পারলেও অন্তত যেখানে থেকে শিশুরা চিকিৎসা নিচ্ছে, সেই পরিবেশটা একটু ভালো হোক, এই ভাবনা থেকেই হাসপাতাল চত্বরে শিশু রোগীদের জন্য দুটি শামিয়ানা টানিয়ে দেওয়া হয়েছে। আর আমরা পাশের একটি ভবনে শিশু ওয়ার্ড সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছি। সেটা বাস্তবায়িত হলে শিশু ওয়ার্ডের শয্যাসংকট কিছুটা হলেও কমবে।’