গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

কারাদণ্ড
প্রতীকী ছবি

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আলমগীর মণ্ডল (২৫)। আলমগীরের বাড়ি সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ দীঘলকান্তি গ্রামে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবি মো. ফারুক আহম্মেদ। তিনি বলেন, এই মামলায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দক্ষিণ দীঘলকান্তি গ্রামের জাহানারা বেগম, আবদুল জব্বার মণ্ডল ও জাকির মণ্ডল।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৫ সালে আলমগীর মণ্ডলের সঙ্গে একই ইউনিয়নের উত্তর দীঘলকান্দি গ্রামের শুক্কুর আলীর মোল্যার মেয়ে সুমি আক্তারের (২০) বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা কারণ দেখিয়ে আলমগীর স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। ২০১৬ সালের ১৮ জুন আলমগীর তাঁর স্ত্রীকে মারধর করেন। পরদিন সুমি আক্তার বাবার বাড়িতে চলে যান। ২১ জুন আলমগীর স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান। ওই দিন রাত সাড়ে আটটার দিকে স্ত্রীকে নিয়ে তাঁর বাড়িতে যান। ওই রাতেই তিনি বেধড়ক মারধর করেন। ফলে ঘটনাস্থলে সুমির মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত সুমির বাবা শুক্কুর আলীর মোল্যা বাদী হয়ে পরদিন (২২ জুন) সাঘাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় আলমগীর মণ্ডলসহ চারজনকে আসামি করা হয়। মামলায় সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আলমগীর মণ্ডলকে আদালত সাজা দেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আবু আলা সিদ্দিকুল ইসলাম।