গাইবান্ধায় মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

ফাঁসি
প্রতীকী ছবি

গাইবান্ধায় মাদক মামলায় এক নারী মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম পারভীন বেগম ওরফে শায়লা (৩৮)। তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। রায় ঘোষণার সময় পারভীন বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। এই মামলায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ ডিসেম্বর বিকেলে কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ মোড়ে পুলিশ বাসটি থামালে কয়েকজন জানালা দিয়ে পালিয়ে যান।

এ সময় ওই বাসের যাত্রী পারভীন বেগমের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, আসামিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে এই আদেশ অনুমোদিত হওয়ার পর রায় কার্যকর হবে। আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে হবে।

আসামিপক্ষের মামলা পরিচালনা করেন আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম, হানিফ বেলাল, বেগম হেলালী ও শাহনেওয়াজ খান।