গরু গোসল করাতে গিয়ে নদীতে যুবক নিখোঁজ
নেত্রকোনায় মগড়া নদীতে গরুকে গোসল করাতে গিয়ে মো. নুরুজ্জামান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে মদন পৌরসভার মাহমুদপুর গ্রামের পেছনে মগড়া নদীতে এ ঘটনা ঘটে। নুরুজ্জামান উপজেলার কাইটাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে মদন পৌরসভার পূর্বজাহাঙ্গীপুর এলাকার গবাদিপশুর গোশত বিক্রেতা মো. মনিরের বাড়িতে কাজ করে আসছেন। তিনি কিছুটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে তিনি মনিরের একটি গরু মগড়া নদীতে গোসল করাতে নিয়ে যান। একপর্যায়ে তিনি নদীর পানিতে নিখোঁজ হয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে মদন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহমেদ কবির জানান, ‘স্থানীয়দের পাশাপাশি থানা–পুলিশ ও আমাদের লোকজন নিখোঁজ যুবকের সন্ধান চালাচ্ছে। ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আবার উদ্ধার অভিযান চালাবে।’