২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

খুলনা থেকে শুরু হলো 'রূপচাঁদা সুপার শেফ ২০১৯'

খুলনায় শুরু হওয়া ‘রূপচাঁদা সুপার শেফ ২০১৯’ প্রতিযোগিতার বিচারকদের সঙ্গে অ্যাপ্রোন পাওয়া দুজন। ছবি: সংগৃহীত
খুলনায় শুরু হওয়া ‘রূপচাঁদা সুপার শেফ ২০১৯’ প্রতিযোগিতার বিচারকদের সঙ্গে অ্যাপ্রোন পাওয়া দুজন। ছবি: সংগৃহীত

খুলনা থেকে শুরু হলো ‘রূপচাঁদা সুপার শেফ ২০১৯’। গতকাল বুধবার খুলনা ক্লাবে শুরু হয়েছে রান্নার এই প্রতিযোগিতা। বাংলাদেশের নারী-পুরুষ, যাঁরাই ভালো রান্না করতে পারেন এবং আত্মবিশ্বাসী, তাঁরা অংশগ্রহণ করছেন এই প্রতিযোগিতায়। স্বাদের লড়াইয়ে রান্নার মাধুর্যে আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিয়ে জিতে নেবেন ‘রূপচাঁদা সুপার শেফ ২০১৯’। খেতাব আর পুরস্কার হিসেবে পাবেন ৫ লাখ টাকা।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন শেষ হয়েছে। ২৬ মার্চ নিবন্ধন শেষ হয়।

বাংলাদেশের ঘরে ঘরে আছেন অনেক রন্ধনশিল্পী। তাঁদের সম্মানিত করতে বাংলাদেশ এডিবল অয়েল-আদানি উইলমার আয়োজন করছে ‘রূপচাঁদা সুপার শেফ’। দেশের ছয় স্থানে এ প্রতিযোগিতা চলবে। ইতিমধ্যে গতকাল খুলনা ক্লাবে প্রথম দফার প্রতিযোগিতা হয়েছে। এতে অংশ নেন ৬১ জন প্রতিযোগী। সাক্ষাৎকার নেওয়ার পর ২০ জন প্রতিযোগী রান্নার সুযোগ পান। প্রতিযোগীদের মধ্যে ১৩ জন নারী, পুরুষ ৭ জন।

খুলনার প্রতিযোগিতায় স্থান পাওয়া একটি রান্না। ছবি: সংগৃহীত
খুলনার প্রতিযোগিতায় স্থান পাওয়া একটি রান্না। ছবি: সংগৃহীত

খুলনার প্রতিযোগিতায় অ্যাপ্রোন পান মনির হোসেন ও প্রান্ত কুমার দাশ। মনির তৈরি করেন চিকেন–এগ বেনিডিক্ট উইথ হলেনডাইস সস। আর প্রান্ত করেন ফিস মালোভা।

খুলনার প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন জেবুন নেসা খান, নাদিম সরকার, তানিয়া শারমিন, ফাহমিদা সুলতানা ও ফয়সাল মাহমুদ।

এই আয়োজনের ডিজিটাল পার্টনার হিসেবে আছে প্রথম আলো ডিজিটাল। আর অনুষ্ঠানটি দেখা যাবে চ্যানেল আইয়ে। বিজ্ঞপ্তি