খালে ক্লিনিকের মালিকের বস্তাবন্দী লাশ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিখোঁজ হওয়ার পরদিন এক ক্লিনিকের মালিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার লাউহাটি ইউনিয়নের হেরেম্বপাড়া ধলেশ্বরী নদীর সংযোগ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম আনিসুর রহমান (৪৮)। তিনি হেরেম্বপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে। প্রবাসী আনিসুর কয়েক বছর আগে দেশে ফিরে লাউহাটি বাজারে জনসেবা ক্লিনিক নামে একটি ডায়াগনস্টিক সেন্টার চালু করেন। এর পাশাপাশি তিনি জমি কেনাবেচার ব্যবসাও করতেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনিসুর রহমান সোমবার দুপুরে বাড়ি থেকে ক্লিনিকে যাওয়ার কথা বলে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। তাঁর স্ত্রী কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পান। মঙ্গলবার বিকেলে তাঁদের বাড়ির পাশের খালে বস্তা দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পরে বিকেলে পুলিশ ওই বস্তার ভেতর থেকে আনিসুরের লাশ উদ্ধার করে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুল ইসলাম জানান, আনিসুরের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কেন ও কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, পুলিশ তা খতিয়ে দেখছে।